কর্মসূচী
FUND এ টাকা সংগ্রহ করাঃ আপনাদের সবার ভাই এবং আপন শহরবাসী রাজাকে (সুমিত দাস) রক্ষা করতে নিজেদের সাধ্য মতো সাহায্য করুন (closed)

মর্মান্তিক দুর্ঘটনার কারনে মৃত্যুর সাথে লড়াই করা আমাদেরই শহরবাসী, আমাদের ভাই রাজার চিকিৎসার খরচা (যেটা সম্ভবত 8-10 লাখ বা তারও বেশি) বহন করতে আপনারা যতটা পারেন সাহায্য করুন... (closed)
আমরা অগ্রগামী এর পক্ষ থেকে একটা ফান্ড খুলেছি এবং তাতে টাকা সংগ্রহ করছি যা আমরা খুব শীঘ্রই আহতের পরিবারের হাতে তুলে দেব...
সাহায্য করুন এই Google Pay/Phone Pay নম্বরে
+91 8001731717 নামঃ আমিত বেরা (closed)
অসংখ্য ধন্যবাদ সকল কে যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং রাজার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা ২৬ সে নভেম্বর রাজার পরিবার কে ১০০০০ টাকা দিয়ে এসেছি। তার প্রমান হিসেবে transaction receipt দেখতে click করুন এখানে।
আর তারপর বাকি টাকা টা (৫৩০০ টাকা) আমরা ৩০ সে নভেম্বর পরিবারকে দিয়ে আসি। [transaction receipt] সবমিলিয়ে আমরা ১৫৩০০ টাকা সাহায্য করতে পেরেছি এবং ওর পরিবার অগ্রগামী আর সকল সাহায্যকারীদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।
ঘটনাক্রম
গত ১৪ই নভেম্বর আমাদের খড়্গপুর শহরের রেল স্টেশন এর পাশাপাশি মহাবীর পেট্রোল পাম্প এর সামনে এক চার মাথার মোড়ে এক বাইকের সাথে এক কার এর মারাত্মক ধাক্কাধাক্কির দুর্ঘটনা ঘটে। বাইকে ছিল ঝাপেটাপুর নিবাসী সুমিত দাস আর কার এ ছিলেন এক প্রোফেসর। এই ঘটনায় সুমিত মানে রাজার হাত পা আর কোমর সহ শরীরের আর বিভিন্ন জায়গায় মারাত্মক ভাবে আঘাত লাগে। যার ফলস্বারুপ সুমিত কে তাড়াতাড়ি কলকাতার বেলেঘাটার Baksi Orthopedics Trauma and Rehabilitation Center Private limited এ ভর্তি করা হয়। ওখানকার ডাক্তার বলেন রাজার অতি শীঘ্রই অপারেশান করাতে হবে নয়ত বাঁচানো যাবে না আর আনেক গুলো হাড় ভেঙ্গে গেছে। আর পুরো খরচা বাবদ ৮ থেকে ১০ লাখ টাকা লাগবে।
বর্তমান অবস্থা
২০ থেকে ২৫ সে নভেম্বর এর মধ্যে সুমিতের (রাজার) তিন পর্যায়ে অপারেশান হয়। তার মধ্যে হাতে তিনটে, পায়ে একটা কোমরে একটা। এতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা খরচা হয়। যার ফলে রাজা কিছুটা সুস্থ হয়।
তারপর ২৯ সে নভেম্বর রবিবার আরও দুটো অপারেশান হয় যার মধ্যে একটা অন্য পায়ে আরেক টা কোমরের আরেকটা জায়গায়। এর জন্য আরও ৩ লাখ বা তার বেশি টাকা খরচা হয়েছে। এখন রাজা অনেকটাই সুস্থ আছে।

X - ray রিপোর্ট গুলো দেখুন
১৫৩০০ (বাংলায়) / 15300 (in English) টাকা সংগ্রহ করতে পেরেছি এখনো পর্যন্ত...
সাহায্যকারীদের নাম নিচে উল্লেখ রইলো
1) Sushruta Ghosh
2) Souvik De
3) Abhilash Sahoo
4) Souparna Chakraborty
5) Partha Sarathi Sheth
6) Anjan Bera
7) Sucharita Chakraborty
8) Santanu Ghosh
9) Arkendu Roy
10) Chandan Sur
11) Saunak Ganguly
12) Sourajit Acharya
13) Ayan Gope
14) Subrata Sarkar
15) Rik Chakraborty
16) Joy Saha
17) Sudha Malakar
18) Soumyajit Ghosh
19) Debmalya Basak
20) Amit Bera
21) Sounak Ghosh
22) Akash Chakraborty
23) Pinki Haldar
24) Ramkrishna Sen
25) Arnab Bhattacharjee
26) Sushovan Raj
27) Shubham Chakraborty
28) Sayari Majumdar
29) Asish Sir (Silver Jubilee)
30) Bastab Bose
31) Anonymous 1
32) Anonymous 2

COVID HELP
আমরা করোনা এর খুব সঙ্কট পূর্ণ সময়ে সমাজের পাশে দাঁড়ানর উদ্যোগ নিয়েছি। আমরা নিজেরা একটা হেল্প ডেস্ক চালু করেছি যাতে কিনা করোনা আক্রান্ত লোকজন মেডিসিন, ফুড, অক্সিজেন, রেশন ডেলিভারি এর সুবিধে পাবে। টেলি ট্রিটমেন্ট এর ব্যবস্থা আছে।
এছাড়াও আমরা Kharagpur COVID Volunteers সাথে যুক্ত হয়ে safe home এর জন্য কাজ করছি।

বিনামূল্যে পড়ানোর উদ্যোগ
আমরা অগ্রগামীর পক্ষ থেকে খড়্গপুরের সামাজিক ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের পড়ানোর একটা পড়ানোর উদ্যোগ নিয়েছি। বিশেষ করে কৌশল্যা এলাকার ভুতিয়াডাঙ্গা গ্রামের মানুষ দের পাশে দাঁড়ানো আমাদের প্রাথমিক প্রচেষ্টা।

খড়্গপুর বইমেলা তে অংশগ্রহণ
Keep your clients up to date with what's happening. To make this content your own, just add your images, text and links, or connect to data from your collection.

Technology
Keep your clients up to date with what's happening. To make this content your own, just add your images, text and links, or connect to data from your collection.