সম্বন্ধে
“অগ্রগামী” বলতে সঠিক পথে এগিয়ে যাওয়ার কথা বোঝানো হয়েছে, ইংলিশে বললে “Pioneer” বলা যেতে পারে। আমরা তথা “অগ্রগামী” হল ১৬ থেকে ২৮ বছর বয়সী ধর্ম, বর্ণ, জাত নিরপেক্ষ ১০ থেকে ১২ জন ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত একটি ছোট্ট দল। আমারা স্বেছায় মানুষের তথা সমাজের সেবা করতে চরম উদ্যোগী। মানুষের, সমাজের দৈনিক ছোটোখাটো সমস্যা, পরিবেশে র কোনো বৃহৎ অজানা সমস্যা সকলের সম্মুখে তুলে ধরা আমাদের উদ্দেশ্য।

We believe all women can embrace who they are,
can define their future, and can change the world.
আমাদের উদ্দেশ্য
জনগনকে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন করা আমাদের প্রধান উদ্দেশ্য। পূর্বে এবং বর্তমান কালে ঘটে চলা বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা, কোনও সামাজিক সমস্যা, কুসংস্কার, নারীদের ওপর অত্যাচার, পরিবেশ দূষণ ইত্যাদি অবিলম্বে বন্ধ করতে আওয়াজ তোলা আমাদের প্রাথমিক উদ্দেশ্য। আমারা দেশের সমস্ত স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমিক, সমাজ সংস্কারক, সমাজ সেবক, সাহিত্যিক এবং অনান্য সব মহান বাক্তি যাদের দ্বারা আমরা প্রভাবিত, যাদের জীবন অনুকরণীয় তাদের সম্বন্ধে সবাইকে অবগত করতে চরম উদ্যোগী। বিভিন্ন্য ধরনের সামাজিক কাজকর্ম যেমন গাছ লাগানো, দুঃস্থ ছাত্রছাত্রী দের সাহায্য ইত্যাদি এর মাধ্যমে সমাজের সমস্যা গুলোর মোকাবিলা করা আমাদের অন্যতম আকাঙ্খ্যা।


আমাদের দৃষ্টি
আগামী দিনে মানুষকে সমাজের সমস্যাগুলি সম্বন্ধে অবগত করে, সমাজের ইতিহাস ও বর্তমান বিষয়ে শিক্ষিত করে সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে আমরা আশাবাদী। আগামী দিনে এক দূষণ মুক্ত, কুসংস্কার মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ তৈরি আমাদের লক্ষ্য। সমাজের গরীব, অসহায় মানুষজনদের যথেষ্ট সহায়তার যোগান এর বাবস্থা করতে আমরা প্রস্তুত।